গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে জমিজমা নিয়ে মারপিটে স্বামী স্ত্রী গুরুত্বর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাতলা শাখইল গ্রামের আলতাফ হোসেনের সাথে একই গ্রামের শাহিন ইসলাম গংদের সাথে পূর্ব থেকে জমিজমা নিয়া বিরোধ চলে আসছে। এ নিয়ে শাহিন গং একাধিকবার আলতাফ হোসেনকে বিভিন্ন ভাবে মারপিট সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে। তারি ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টার দিকে শাহিন গং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেআইনী ভাবে আলতাফ হোসেনের বসতবাড়ীতে ঢুকিয়া অতর্কিত ভাবে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। এ সময় আলতাফ হোসেনের স্ত্রী পান্না বেগম বাঁধা দিতে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাড়কাটা গুরুত্বর জখম করে। স্ত্রীর এহেন অবস্থা দেখে স্বামী আলতাফ হোসেন আগাইয়া আসিলে তাকেও মারপিট করে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ ঘটনায় আলতাফ হোসেনের স্ত্রী পান্না বেগম বাদী হয়ে শাহিন ইসলাম সহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে থানা সুত্রে জানা গেছে।