এতোদিন কোভিড-১৯ করোনার কারণ দেখিয়ে অফিস বন্ধ থাকলেও এখন সেই অফিসে ঝুলছে অফিস বা বাসা ভাড়া দেওয়া হবে এমন বিজ্ঞাপন।
গরীব অসহায় পরিবারের চাকরি প্রত্যাশী তরুণ তরুণী, যুবক-যুবতীদের টার্গেট করে কাজ করেছে এই প্রতারক চক্রটি। নিয়েছে চাকুরীর নামে নগদ টাকা জামানত।
সেই সাথে গ্রামের অসহায় সরল মানুষগুলো কে বিভিন্ন রকমের লোভ দেখিয়ে সঞ্চয়ের কথা বলে হাতিয়ে নিয়েছে নগদ টাকা। নকসী বাংলা উন্নায়ন সংস্থা ফুলছড়ি উপজেলায় দুইটি শাখা অফিসে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। যাহা গজারিয়া ইউনিয়নের নীল কুঠির গ্রামে ও উদাখালী ইউনিয়নের কালির বাজার থেকে কার্যক্রম চালিয়ে আসছিলো।
নকসী বাংলা উন্নায়ন সংস্থার অফিসে হঠাৎ এমন বিজ্ঞাপন ও অফিস বন্ধের কারণ জানার চেষ্টায় নকসী বাংলা উন্নায়ন সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সাথে একাধিক বার তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ট করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।