তোমার চোখ থেকে
দু- ফোঁটা জল নিয়ে
আমি ঐ
অসীম আকাশের বুকে ছুঁড়ে দিতে চাই!
যেন তা বৃষ্টি হয়ে
আমাকে ছুঁয়ে যায়
আমাকে ভাসিয়ে নিয়ে যায়
সেখানে..
যেখানে আমি
বহুদিন আগে
হারিয়ে যেতে চেয়েছি।
কিন্তু তোমার কান্না তো বোবা কান্না…..
বোবা কান্নায় ভেসে আসে শুধু
তোমাকে হারাবার আর্তনাদ।