তুমি পা বাঁড়ালে
বাংলাদেশ এগিয়ে যায়
তোমার আলোর ঝলকে
বাংলাদেশ জয়ের দেখা পায়।
তুমি হেরে গেলে
হেরে যায় সব
চারিদিকে শুনি
তব মন্দ কলরব।
জানি তুমি সহসা মানোনা হার
লড়ে যাও শেষ অবধি
তুমি অমীত
পরাজয় পারে না সহসা
তোমায় ছুঁতে
তুমি শান্তি কতোত বাংলার আকাশে।
ব্যাংটে বলে তুমিই সেরা তোমার হয় না তুলনা
তবুও তুমি নাকি খেলতে পারো না
আপামর জনতার ধারনা।
মুখে যে যাই বলুক
সবার বুকের ভেতর আছে তোমারি নাম লেখা
তাইতো
সবাই এককন্ঠে বলে সাকিব বিশ্বসেরা