গাইবান্ধা সিভিল সার্জন অফিস হইতে আজ দুপুর ২ টায় সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিড-১৯ এর ১৫,৫৮০ পিস করোনা ভ্যাকসিন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান তা রিসিভ করেন।এসময় উপজেলা হেলথ্ কমপ্লেক্সের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে প্রাপ্ত ভ্যাকসিন গুলি নির্ধারিত ব্যক্তিদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারী হতে প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।