আজ গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে জাতীয় পার্টি র সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন জানান,গত ১৬ ই জানুয়ারিতে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে জেলা জাতীয় পার্টি মহাজোটের শরিক সংগঠন হিসেবে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন করে এবং নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা কাজ করে।
নির্বাচনের ৮ দিন পর আমি অবগত হই নির্বাচনের দিনে উত্তরপাড়া ২নং সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও নারিকেল গাছ মার্কার সমর্থকদের সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়। উক্ত মামলায় আমাকে আসামী করা হয়। মামলার বাদী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতলুবর রহমানের নির্বাচনী এজেন্ট।
পরবর্তীতে বিদ্রোহী প্রার্থীকে আসামী করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলা হয় আমার করার কিছুই ছিলো না উপরের নির্দেশে আসামী করা হয়েছে।
শাহীন আরও বলেন ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আসামী করা হয়েছে। আমি মহাজোটের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আপনার দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য উপরের কোন মহলের নির্দেশে আমাকে আসামী করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত তার তদন্তপূর্বক উদঘাটন করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাপার গাইবান্ধা জেলা আহবায়ক আঃ রশিদ সরকার, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু,সদর উপজেলার আহবায়ক নুরুল ইসলাম নাদুয়া প্রমুখ।