গাইবান্ধায় পলাশবাড়ীতে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মোস্তফা রহমান মধু (১৪) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধায় উপজেলার ফকিরহাট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মোস্তফা রহমান মধু একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকাতপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে। সে ওই ট্রাক্টের হেলপার হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলাম জানান, মাটিবোঝায় করে একটি ট্রাক্টর (কাকড়া) পলাশবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি ফকিরহাট এলাকায় পৌছালে ওই হেলপার মধু মিয়া সিগারেট লাগাতে ধরে। এসময় হঠাৎ করে অসাবধানতায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ট্রাক্টের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।
স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।