দুঃখের জলে
দুঃখ ধুঁয়ে
সুখের ছবি আঁকি
হৃদয়ের গহীনপুরে
সবি দেখি ফাঁকি।
ব্যস্ত সবে
সময় কবে
ঘষা লেগে রং বদলাবে
দুঃখের কালছা আভা
পাবে যখন প্রভা
দেহ পাখি দেবে ফাঁকি।
জীবনের এই পথচলায়
সুখ তো নাইরে
দুখেরি বসত সবার ভিতর বাহিরে।
নিজেকেই যায় না চেনা
কে ডাকে কাছে আয়না
কার লাগি রে সবি।