1. admin@banglaitsolution.xyz : Mr. Shahriar Hossain : Mr. Shahriar Hossain
  2. desk@gaibandhapratidin.com : Maydul Islam : Maydul Islam
  3. : :
  4. newsdesk@gaibandhapratidin.com : Office Staff : Office Staff
গাইবান্ধার আরও একজন টেলিভিশন সাংবাদিক করোনায় আক্রান্ত - Gaibandha Pratidin
শুক্রবার, ০৩ জুলাই ২০২০, ১০:২২ অপরাহ্ন
বিজ্ঞাপন:

গাইবান্ধার আরও একজন টেলিভিশন সাংবাদিক করোনায় আক্রান্ত

 শামীমা ইসলাম সুমী গোবিন্দগঞ্জ
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৪০ বার পঠিত

গাইবান্ধায় আরও একজন টেলিভিশন সাংবাদিক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বেসরকারি স্যাটালাইট চ্যানেল (চ্যানেল আই) এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক ফারুক হোসেন করোনা ভাইরাস(কোভিড-১৯)রোগে আক্রান্ত হয়েছেন। ১৯জুন শুক্রবার রংপুর মেডিকল কলেজের (রমেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা উপস্থিতি ধরা পড়ে। সাংবাদিকের পারিবারিক সূত্রে জানা গেছে কয়েক দিন আগে সামান্য জ্বরে ও কাশিতে ভুগছিলেন তিনি এই কারণে কয়েক দিন আগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিমের কাছে নমুনা জমা দেয়।

ঐ নমুনা পরীক্ষার জন্য রমেকের ল্যাবে পাঠানো হয়।শুক্রবার সেই নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ পাওয়া যায়।পরে রাত দশটায় গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ একেএম মেহেদী হাসান আক্রান্তের তথ্য নিশ্চিত করেন। তবে তার পারিবারিক সূত্রে জানা গেছে বর্তমান তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শরীরে তেমন কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আছেন। এদিকে এ সাংবাদিক এর আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় তার সহকর্মী সাংবাদিকবৃন্দ তার জন্য দোয়া কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ফারুক হোসেন এ জেলায় দ্বিতীয় করোনা আক্রান্ত সাংবাদিক।এ সাংবাদিক গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজ:বোয়ালিয়ায় বসবাস করেন। এরআগে এ জেলা গত ৭জুন অপর এক টেলিভিশন সাংবাদিক মাহমুদ খান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরো খবর...

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গাইবান্ধাপ্রতিদিন.কম

Theme Customized BY LatestNews