1. admin@banglaitsolution.xyz : Mr. Shahriar Hossain : Mr. Shahriar Hossain
  2. desk@gaibandhapratidin.com : Maydul Islam : Maydul Islam
  3. : :
  4. newsdesk@gaibandhapratidin.com : Office Staff : Office Staff
গাইবান্ধা জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থী সোহানুর রহমান সোহান - Gaibandha Pratidin
শুক্রবার, ০৩ জুলাই ২০২০, ১০:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:

গাইবান্ধা জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থী সোহানুর রহমান সোহান

মো:শামসুর রহমান হৃদয়
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১৯১ বার পঠিত
স্বপ্নের তো আর শেষ হয় না কিন্তু সেইটা বাস্তবে রুপ দিতে পারে কয়জন। সেই কঠিন থেকে কঠিন স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে পেরেছে একজন। অনেক চড়াই উতরাই পার করে আজ সে অনেক আনন্দিত উদবেলিত। বলছিলাম উত্তর অন্ঞলের পিছে থাকা জেলার সোহানুর রহমান সোহান এর কথা। সে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জল করে। সাথে তার পরিবারে তার গ্রাম ও শহরের নাম উচিয়ে ধরে। তার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং তা সে বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। সে ১০৪৭ পেয়ে জেলার সেরা ১০ জনের মধ্যে জায়গা করে নেয়। গাইবান্ধা জেলার ধাপেরহাট এর ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস।
তাই আগামি দিনে সে আরোও ভালো ফলাফল করে পরিবারের মুখ উজ্জল করতে ইচ্ছুক। তার চাওয়া সবাই তার জন্য দোয়া করবেন সে যেন দেশের মুখ উজ্জল করতে পারে।
এ জাতীয় আরো খবর...

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | গাইবান্ধাপ্রতিদিন.কম

Theme Customized BY LatestNews